আন্তর্জাতিক

ইসরায়েলের হাতে আটক ৯৫ ভাগ ফিলিস্তিনি শিশুই নির্যাতনের শিকার

ইসরায়েলের হাতে আটক হওয়া ৯৫ ভাগ ফিলিস্তিনি শিশুই নির্যাতনের শিকার। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা যেসব ফিলিস্তিনি শিশুদের আটক করে তাদের বেশিরভাগকেই নির্যাতন করা হয়।

Advertisement

ফিলিস্তিনি তথ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া ফিলিস্তিনি শিশুদের মারধর, লাথি, চোখ বেঁধে রাখাসহ নানাভাবে নির্যাতন করা হয়। তাদের পরিবারের কোন লোকজন বা আইনজীবীদের উপস্থিতি ছাড়াই হ্যান্ডকাফ পরিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ সময়ই মধ্যরাতে আটক হওয়া ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে এসব সহিংসতা চালায় ইসরায়েলি সেনারা।

বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলগামী শিশুদের টার্গেট করে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তারা দখলকৃত জেরুজালেম শহর এবং ফিলিস্তিনি বিভিন্ন গ্রাম, শহর এবং পশ্চিমতীরের বিভিন্ন ক্যাম্পের প্রবেশদ্বারে থাকা চেকপয়েন্ট থেকেই এসব শিশুদের আটক করে নিয়ে যায়।

Advertisement

ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত ইসরায়েলি সেনাদের হাতে বন্দী শিশুর সংখ্যা ৭শ জন। ২০১৭ সালের অক্টোবরের শুরুর দিক পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার।

২০১৭ সালে ১ হাজার ৪৬৭ শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে, ২০১৮ সালে এক হাজার ৬৩ জন এবং ২০১৯ সালের প্রথম দুই মাসে ১১৮ শিশুকে গ্রেফতার করা হয়েছে। ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে।

টিটিএন/এমএস

Advertisement