চতুর্থ ধাপে আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সাত উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের জন্য গলার কাঁটা হয়ে আছে নিজ দলের বিদ্রোহী প্রার্থীরা। তাই সময় যত গড়াচ্ছে ততই উত্তাপ বাড়ছে।
Advertisement
শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমানের পক্ষে আনারস প্রতীকে ভোট কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন ব্যক্তি। আর রাতে একই ইউনিয়নের সোহাগপুর গ্রামে নৌকার দুইটি প্রচারণা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
ইতোমধ্যে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র দখলের শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হানিফ মুন্সি। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তালশহর বুধাই সাহা (মধ্যপাড়া) উচ্চ বিদ্যালয়, তালশহর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৈশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাউড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও আনিন্দিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন উচ্চ বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারুয়া ইউনিয়নের তারুয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফপুর ইউনিয়নের টুঙ্গীপাড়া ফোরকানিয়া মাদরাসা, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাপাড়া দক্ষিণ (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয় ও লালপুর ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান ও তার কর্মী-সমর্থকরা। এসব কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা না নিলে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে বলেও শঙ্কা হানিফ মুন্সির।
Advertisement
ইতোপূর্বেও স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের বিরুদ্ধে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ‘মিথ্যা বাণী’ সংবলিত পোস্টার-লিফলেট ফেসবুকে প্রচার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন হানিফ মুন্সি।
এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হানিফ মুন্সি বলেন, আনিছুর রহমান ও তার সমর্থকরা হুমকি দিচ্ছেন সকালেই তারা সব ভোট ছেপে নিবে। ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেবে না। এর ফলে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি আমি নিজেও শঙ্কিত।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
Advertisement