জাতীয়

বাসি গ্রিল রাখায় রেস্টুরেন্টকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের তালতলা বাজার এলাকায় অভিযান করে এ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুসলিম সুইটস১-কে ৫ হাজার টাকা, বিক্রমপুর সুইটসকে ৫ হাজার টাকা, মুসলিম সুইটস২-কে ৫ হাজার টাকা, বনফুল সুইটসকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে বাসি গ্রিল রাখায় সুলেমান রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। সার্বিক সহযোগিতা করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

Advertisement

এসআই/এসআর/পিআর