সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও আরও ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাজধানী শহরের একটি হোটেলের পাশে রাজধানী মোগাদিসুর কাছে ওই বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
Advertisement
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আত্মঘাতী ওই হামলার পর সেখানে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয় এবং পাশের দুটি হোটেল ধ্বংস হয়ে যায়। তাছাড়া এলাকার আকাশ ধোয়ায় কালো হয়ে যায়।
আলজাজিরাকে স্থানীয় আইমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দুল কাদির আদনান বলেন, আত্মঘাতী ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। তাছাড়া আহত হয়েছেন ১৬ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র জঙ্গি সংগঠন। তবে মোগাদিসুতে প্রায় জঙ্গিগোষ্ঠী আল কায়েদা হামলা করে থাকে। সন্ত্রাসী গোষ্ঠীটি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন হামলা চালিয়ে আসছে।
Advertisement
তাছাড়া বোমা হামলার ঘটনাস্থল শহরের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকা ও ব্যস্ত সড়ক হিসেবে পরিচিত। সম্প্রতি দেশটির রাজধানী মোগাদিসুতে বেশ কিছু বোমা ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এসএ/এমকেএইচ