রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লেগেছে। দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন লাগলেও ২টার দিকে তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। এরপর আড়াইটার দিকে আগুন ফের দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
Advertisement
আগুন ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিংগুলোতেও। এফআর টাওয়ারের পাশেই আহমেদ টাওয়ার। সেখানে রয়েছে বেসরকারি টিভি চ্যানেল দুরন্ত টিভির অফিস। অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে সেখানে।
এফআর টাওয়ারের আগুন ভয়াবহ রূপ ধারণ করলে আশপাশের সব দালান থেকে নেমে যান লোকজন। দুরন্ত টিভির কর্মীরাও প্রাণ বাঁচাতে নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। বাধ্য হয়েই চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে চারদিকে অবস্থা খুবই ভয়াবহ। আমাদের পাশের বিল্ডিংয়েই আগুন। আমাদের বিল্ডিংয়েও একটু আঁচ লেগেছে। প্রচুর ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। তাই সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সম্প্রচার শুরু হবে।’
Advertisement
এদিকে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২০টি ইউনিট। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। একটি হেলিকপ্টারকেও আগুন লাগা ভবনটির উপরে চক্কর দিতে দেখা গেছে।
এমএবি/এলএ