জাতীয়

রামপুরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। ফলে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এ অবরোধ শুরু করে।

শ্রমিকরা বলেন, 'তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে। গত সপ্তাহে একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে।

রামপুরা থানার ডিউটি অফিসার এসআই খোরশেদ জানান, নোমান গ্রুপের পাশাপাশি দুইটি গার্মেন্টসের শ্রমিকরা সকাল থেকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে ও আবুল হোটেলের পাশের সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করছে।

Advertisement

এআর/এএইচ/জেআইএম