আইন-আদালত

ছেলের ঋণখেলাপিতে বাবার প্রার্থিতা হাইকোর্টে স্থগিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল মতিনের প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

ঘটনার বিবরণে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন আনারস মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তার ছেলে মো. শহীদুল ইসলাম দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ শাখা (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ শাখা) থেকে তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্টারপ্রাইজ নামে ফিশারিজ ব্যবসা পরিচালনার জন্য ২০১৬ সালের ৭ আগস্ট দুই কোটি টাকা হাইপো ঋণ উত্তোলন করেন। ওই ঋণের জামিনদার ছিলেন মো. আবদুল মতিন।

Advertisement

২০১৮ সালের ৭ আগস্টের মধ্যে ঋণ পরিশোধের তারিখ ধার্য থাকলেও তা পরিশোধ করা হয়নি। ছেলের ঋণখেলাপিতে জামিনদার হিসেবে বাবাও দায়ী। বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইকবাল হোসেন গত ২১ মার্চ হাইকোর্টে রিটটি দায়ের করেন।

আজ ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের প্রার্থিতা স্থগিত করে রুল জারি করেন।

আগামী ৩১ মার্চ ত্রিশাল উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এফএইচ/এসআর/এমএস

Advertisement