জাতীয়

অসুবিধা হলে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হবে না : পররাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে সেখানে তাদের পাঠানো হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

Advertisement

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিদেশে বাংলাদেশের ৭৮টা মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ডিপ্লোম্যাটস পত্রিকার সম্পাদক শাহেদ আক্তার।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এ ছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। সেখানে তাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করা হয়েছে, পাকা বাড়ি। তবে কোনো কোনো সংস্থা আপত্তি তুলছে। আমরা বলতে চাই- ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না।’

Advertisement

আরেক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডায় পালিয়ে থাকা খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার শুরু হয়েছে।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিদেশে পালিয়ে থাকা সব দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

ড. মোমেন বলেন, বিদেশে লুকিয়ে থাকা সকল অপরাধীদের ফেরত আনতে উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশাবাদী বিদেশে লুকিয়ে থাকা সকল অপরাধীদের ফেরত আনতে পারব।

তিনি আরও বলেন, এই বিষয়গুলো একটি প্রকিয়ার মধ্যে হচ্ছে, সময় প্রয়োজন। তবে দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে।

Advertisement

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশে বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেল দেখা যায় না। সে কারণে ৭৮টি মিশনে এই ব্লু বক্স দেয়া হচ্ছে। এর মাধ্যমে মিশনে বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখা যাবে।

ডিপ্লোম্যটস পত্রিকা বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স হস্তান্তর কার্যক্রমে সহায়তা করেছে।

জেপি/এমবিআর/এমকেএইচ