প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবাদি জমি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
Advertisement
বুধবার (২৭ মার্চ) তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাটের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার জনগণের প্রয়োজনের ওপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ ব্যাপারে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের জন্যও নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, কল-কারখানাসহ অন্য যেসব স্থাপনা তৈরি হবে সেটা অবশ্যই পরিবেশ রক্ষা করেই তৈরি করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Advertisement
এ সময় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চগড় জেলা পরিষদের উপ-নির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। গত ৯ জানুয়ারি পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর মৃত্যুতে এ পদটি ফাঁকা হয়।
এফএইচএস/এএইচ/পিআর
Advertisement