চরমপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় আবারো একটি মন্দিরের কিছু অংশ ধ্বংস করেছে। সোমবার আন্দোলনকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।পালমিরার বেল নামের মন্দিরটির ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দরা ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন বলে জানিয়েছেন।এর আগে গত সপ্তাহে আইএস জঙ্গিরা প্রাচীন মন্দির বালশামিন এর ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছিল। চলতি বছরের মে মাসে আইএস জঙ্গিরা সিরিয়ার পালমিরা নগরীর দখল নেয়। তখন থেকেই এ অঞ্চলটির নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।পালমিরার একজন বাসিন্দা সংবাদ সংস্থা এপি`কে জানান, মন্দিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইট আর স্তম্ভগুলো মাটিতে পড়ে আছে।সিরিয়ার পালমিরা শহরটি স্থানীয়ভাবে তাদমুর নামে পরিচিত। রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর দেইর আল জোওরের মাঝখানে নগরীটির অবস্থান হওয়ায় কৌশলগত কারণেও এটি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এর আগে ১৯৮০ সালে ইউনেস্কো পালমিরাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।এসআইএস/পিআর
Advertisement