খেলাধুলা

রিয়াল মাদ্রিদে নয়, নেইমার থেকে যাচ্ছেন পিএসজিতেই

পিএসজিতে থাকতে চান না নেইমার। আগামী মৌসুমেই ফরাসী ক্লাবটি ছেড়ে দেবেন তিনি। এমন গুঞ্জন প্রায়ই ভেসে আসছে মিডিয়ায়। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ নতুন করে জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর নেইমারের সম্ভাবনা তৈরি হয়েছে আরও বেশি।

Advertisement

এমন পরিস্থিতিতে, নেইমারের যখন প্যারিস ছেড়ে যাওয়ার কথা, তখন হঠাৎ করেই নেইমারের বাবা ঘোষণা করলেন, তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তি করছেন নেইমার।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৫ বছরের চুক্তিতে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দেন তিনি। এরপর মাত্র দুই বছর পার হলো। নতুন চুক্তির বিষয়ে ইঙ্গিত দিয়ে নেইমারের বাবা বলেন, ‘পিএসজির সঙ্গে আমার ছেলের মাত্র দুই বছর পার হলো। এখনও তিন বছর বাকি তার। আমরা এখনই চুক্তি নবায়নের বিষয়ে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছি।’

নেইমারের বাবা (তার এজেন্টও বটে) বলেন, ‘১৭ বছর বয়স থেকেই নানা গুঞ্জনের বিষয়বস্তুতে পরিণত হয়েছে নেইমার। বিশেষ করে যেদিন সে পেশাদার জগতে প্রথম পা রেখেছিল, তখন থেকেই। নেইমার ইতিমধ্যেই দুটি বড় বড় ট্রান্সফারের অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। তবে সে, ১০ বছর বয়স থেকেই নানা গুজব-গুঞ্জনের সঙ্গে পরিচিত।’

Advertisement

পিএসজি ছাড়ার বিষয়ে নেইমারের বাবা বলেন, ‘তার পিএসজি না ছাড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মানুষ বলে, প্রতিটি ট্রান্সফারেই নেইমারের নাম উঠে আসে। বড় বড় ক্লাবগুলো তার জন্য ঝাঁপিয়ে পড়তে চায়। এটাই প্রমাণ করে যে, নেইমার নিজেকে খুব ভালোভাবেই হ্যান্ডল করছে। সব সময়ই তার নামটা উচ্চারিত হয়।’

আইএইচএস/এমকেএইচ