জাতীয়

ঢাকায় থাই নৃত্য, বাদ্য-সংগীত পরিবেশন

রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার (২৭ মার্চ) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘থাইল্যান্ড ট্রেড ফেয়ার : টপ থাই ব্র্যান্ডস’। এ মেলা উদ্বোধনের আগে থাই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন থাইল্যান্ডের একটি দল। এরপর থাইল্যান্ডের চার সদ্যসের আরেকটি দল তাদের স্বদেশীয় বাদ্যযন্ত্রে সুর তোলেন।

Advertisement

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগত দর্শনার্থী ও অতিথিদের বিমোহিত করে তাদের এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের কাউন্সিলর ক্রাইচক অরুনপাইরজকুলসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর এক শিল্পী প্রায় আধা ঘণ্টা মঞ্চে একাই বাদ্যযন্ত্র বাজিয়ে চলেন। অনুষ্ঠানে কাউন্সিলর ক্রাইচক অরুনপাইরজকুল বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের মানুষরা পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসবেন।’

থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশি যেসব প্রতিষ্ঠান থাই পণ্য আমদানি করছে অথবা থাই প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে ব্যবসায় জড়িত, সেসব প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। এতে মোট ৭৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

Advertisement

পিডি/জেডএ/জেআইএম