কিছুদিন যাবত জোর গুঞ্জন চলছে বার্সেলোনা ছাড়ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর অব্যাহত এই গুঞ্জনে অবশেষে জল ঢেলে দিলেন নিজেই। সরাসরি জানিয়ে দিলেন, বার্সেলোনাতে তিনি সুখেই আছেন।লিওনেল মেসি ও লুই সুয়ারেজের পাশাপাশি গত মৌসুমে ট্রেবলজয়ী বার্সার অন্যতম সদস্য নেইমার। তাদের ‘ত্রয়ী’ গত মৌসুমে ১২২ গোল করে। এবারো তেমনি কিছু প্রদর্শন করতে মরিয়া তিনি। আর রেকর্ড অঙ্কের প্রস্তাবেও নেইমারকে পেলেন না লুইস ফন হাল।ওল্ড ট্র্যাফোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নেইমার জানালেন, ‘আমাকে ইংল্যান্ডের ক্লাব যত বড় অঙ্কেরই প্রস্তাব দিক না কেন, আমি বার্সা ছেড়ে কোথাও যাচ্ছি না। বার্সার সমর্থকরা নিশ্চিন্তে থাকতে পারেন, যে নেইমার তাদের ক্লাবেই থাকবে। আমাকে কত মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়েছে সেটা বড় ব্যাপার নয়। আমি বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে বার্সায় খেলতে পেরে অত্যন্ত খুশি। সুতরাং আমি বার্সারই। বার্সা সমর্থকদের এ নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’এদিকে ব্রিটিশ গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে, বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি (১৯ কোটি ইউরো) দিয়ে নেইমারকে কিনতে তৈরি ম্যানইউ।তবে বার্সেলোনা কিংবা নেইমারের কথায় এর কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না।আরটি/আরএস/পিআর
Advertisement