জাতীয়

এই রোদ এই বৃষ্টি

ভোরের আকাশে আজ বুধবার বৃষ্টির কোনোরকম লক্ষণ ছিল না। সূর্যি মামা উদিত হওয়ার পর রোদের তাপে গরম অনুভূত হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বেলা পৌনে ১১টার দিকে আকাশ অন্ধকার হয়ে যায়। বিকট শব্দে বজ্রপাত হয়। এর কিছুক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। কিন্তু বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক পশলা বৃষ্টি হয়ে আবার আকাশ থেকে অন্ধকার সরে যায়।

Advertisement

আবহাওয়ার এমন ভিন্নরূপ দেখে অনেকেই বলেন, এখনকার আবহাওয়ার মতিগতি বোঝা দায়। এই রোদ এই বৃষ্টি।

তবে আবহাওয়া অধিদফতর কিন্তু গতকালই পূর্বাভাসে জানিয়েছিল আজ রাজধানীসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ এক পশলা বৃষ্টিতে নগরবাসীর অনেকেই খুশি। তারা বলছেন, গতকাল ভেপসা গরম পড়েছিল। বিকেল বেলা আবহাওয়া ঠান্ডা থাকলেও বৃষ্টি হয়নি। তাই আজকের বৃষ্টি কিছুটা হলেও গরম কমাবে।

Advertisement

এমইউ/জেডএ/জেআইএম