কুরআন আল্লাহর বিধান। যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। অথচ কুরাআন নাজিল শুরু হলে ইসলামের বিরোধীতাকারীরা কুরআনের বিরোধীতা শুরু করে। কুরআনের সত্যায়নের ব্যাপারে সন্দেহ পোষণকারীদের জবাবে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেন তা জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
Advertisement
সূরা আল-বাক্বারার প্রথম ৫ আয়াত
১. আলিফ, লাম, মীম।
২. এই কিতাব, এতে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই, এই কিতাব আল্লাহভিরু লোকদের জন্য প্রথ প্রদর্শক।
Advertisement
৩. যারা অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে আর তাদেরকে যে জীবিকা দান করেছি, তা থেকে তারা ব্যয় করে।
৪. আর যারা বিশ্বাস স্থাপন করে সেই কিতাবের প্রতি যা, আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, আর সেই কিতাবের প্রতিও যা আপনার পূর্বে নাজিল হয়েছে। আর আখিরাতকে যারা নিশ্চিতভাবে বিশ্বাস করে।
৫. তারাই রয়েছে তাদের প্রতিপালকের হেদায়েতের ওপর আর তারাই হবে সফলকাম।আয়াতের শানে নুজুল
মালিক ইবনে সাইক নামে জনৈক ইহুদি কুরআনুল কারিমের ব্যাপারে অপপ্রচার করতে শুরু করলো যে, এই কুরআন সেই পবিত্র গ্রন্থ নয়, যার অবতীর্ণের সুসংবাদ ইতোপূর্বের বিভিন্ন আসমানি গ্রন্থে স্থান পেয়েছে। পবিত্র কুরআন সম্পর্কে এ সন্দেহ দূরীভূত করার জন্যে এ আয়াত নাজিল হয়, এতে সুস্পষ্ট ঘোষণা আসে যে, এই কিতাবে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এ ঘোষণার পরই মুসলমানদের প্রশংসা ও শুভ-পরিণতি কথা স্থান পেয়েছে। পাশাপাশি মুনাফিকদের শোচনীয় পরাজয়ের কথা ঘোষণা করা হয়েছে।
Advertisement
এ সূরার ফজিলত
>> ইমাম বয়হাকি বলেন, যে ব্যক্তি সূরা বাক্বারাহ পাঠ করবে, তাকে বেহেশতে মুকুট পরানো হবে।
>> হাদিসে এসেছে- প্রত্যেক জিনিসের উচ্চতা রয়েছে, আর কুরআনুল কারিমের উচ্চতা হলো সূরা আল-বাক্বারাহ। কোনো বাড়িতে যদি এ সূরা পাঠ করা হয়, তবে তিন রাত পর্যন্ত সে বাড়িতে শয়তান কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না।
>> সূরা ফাতিহা ও সূরা বাক্বারাহ অত্যন্ত উজ্জল। কিয়ামতের দিন এ সূরা তার পাঠকদেরকে ছায়া দান করবে।
এ ৫ আয়াতের আমল-
>> যে ব্যক্তি বৃহস্পতিবার দিন সকালে পরিষ্কার প্লেটে লিপিবদ্ধ করে কুপের পানি দ্বরা ধৌত করে পান করবে। সারাদিন কিছু না খেয়ে রাত্রে পুনরায় এ পানি পান করবে এবং দিনে রোজা রাখবে, এভাবে তিনদিন হতে পাঁচদিন আমল করলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে।
>> সূরা বাক্বারার আমল করলে আল্লাহ তাআলা বসন্তের প্রকোপ থেকে রক্ষা করেন। বসন্ত রোগীর সামনে বসে এ সূরা পাঠ করতে হয়।
আল্লাহ আমাদের অন্তরে কুরআনের প্রতি বিশ্বাস ও কুরআনের হুকুম আহকাম মেনে চলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।
জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ইসলামি আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।
এমএমএস/এমএস