আইন-আদালত

ফখরুলের জামিনের মেয়াদ বাড়লো

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ৬ সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। এ জামিনের ফলে আত্মসমর্পন করার জন্য যে আদেশ দেয়া হয়েছিল তার মেয়াদও বাড়ালো। সোমবার এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির পূণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাস্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গত ২৩ আগস্ট জামিনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত এ আবেদনটি দাখিল করা হয়। চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাস্ট্রে অবস্থান করছেন ফখরুল।গত ১৩ জুলাই আপিল বিভাগ মির্জা ফখরুলকে পল্টন থানায় আনা তিন মামলায় ছয় সপ্তাহের জামিন দেয়। জামিনের মেয়াদ শেষে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় আপিল বিভাগ। চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় আবেদনে ফখরুলের জামিনের মেয়াদ আরো ৮ সপ্তাহ বৃদ্ধির আর্জি জানানো হয়। আদালত সোমবার ৬ সপ্তাহ বৃদ্ধির আদেশ দেয়।গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে আটক হন ফখরুল। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের জামিন আদেশের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান ফখরুল। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান তিনি।এফএইচ/আরএস/এমএস

Advertisement