সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দজলার খাল এলাকায় র্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিলুর রহমান (৩২) নিহত হয়েছেন। সোমবার ভোরে শরনখোলা রেঞ্জের দজলার খাল এলাকায় আধাঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বনদস্যু দলের সদস্যদের ব্যবহৃত ১২টি দেশি আগ্নেয়াস্ত্র ও ছয়টি ধারালো দা এবং ১শ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম জাগো নিউজকে জানান, বনদস্যু খলিলুর রহমান খলিল বাহিনীর সদস্য সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দজলার খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। সোমবার সকালে বনের দজলার খাল এলাকায় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়তে থাকে। র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। পরে র্যার সদস্যরা বনের মধ্যে বনদস্যু খলিলুর রহমানের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। এসময় র্যাব সদস্যরা বনদস্যুদের আস্থানা তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এগুলো শরনখোলা থানায় জমা দেওয়া হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। শওকত আলী বাবু/এমজেড/এমএস
Advertisement