প্রবাস

মালয়েশিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও ৪৯তম জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন করেন হাই কমিশনার মহ. শহীদুল ইসলাম। এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Advertisement

পতাকা উওোলনের আগে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম বলেন, স্বাধীনতা বাঙালির চিরকালের অবিনাশী গান। স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত মধ্যরাতের প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলার (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান, প্রথম সচিব কনস্যুলার মো. মাসুদ হোসেইন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন, ২য় সচিব শ্রম ফরিদ আহমদ।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ কামাল হোসেন চৌধুরী, হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভূঁইয়া, মাসুদ রানা, রেহাদুজ্জামান, শওকত হোসেন তিনু, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন, যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, শ্রমিকলীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও হাইকমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের সময় জাতির জনক বঙ্গবন্ধু এবং বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

Advertisement

এমএমজেড/জেআইএম