খেলাধুলা

বিপিএলে চূড়ান্ত হলো পাঁচ দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেওয়া শেষ সময় ছিল রোববার বিকেল ৫টা। এই সময়সীমার মধ্যে পুরনো এবং নতুনদের মধ্যে পাঁচটি দল বিসিবির শর্ত পূরণ করে ফ্র্যাঞ্চাইজি স্তত্ব কিনেছে। চূড়ান্ত পাঁচ দল হলো ডিবিএল গ্রুপ, বেক্সিমকো, এক্সিওম টেকনোলজিস, আই স্পোর্টস লিমিটেড (পুরোনো রংপুর রাইডার্স) ও রয়্যাল স্পোর্টিং লিমিটেড (পুরোনো সিলেট রয়্যালস)। এই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও কাল বিসিবি সিইও নিজামউদ্দিন সুজন মিডিয়ার মুখোমুখিতে বিপিএলের তৃতীয় আসরের টার্গেট পূরণে সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দেন। স্পষ্টভাবেই জানান পাঁচ দলের বাইরেও দল নিতে পারে বিসিবি এবং প্রয়োজনে সময়ও বাড়াবে। বিসিবি পরিচালনা পর্ষদের পরবর্তী সভাতেই চূড়ান্ত হবে বিপিএলের তৃতীয় আসরের দল। ৭ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের টার্গেট থাকলেও বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত নতুন ও পুরনোদের মধ্যে মাত্র ৫টি প্রতিষ্ঠান সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও এক কোটি টাকার পে অর্ডার দেওয়ার পাশাপাশি আগের অর্থকড়ি পরিশোধ করেছে। আগামী বছরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলের তৃতীয় আসর মাঠে নামানোর সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি। টুর্নামেন্ট শুরু হবে ২৫ নভেম্বর এবং ফাইনাল দিয়ে শেষ হবে ২৫ ডিসেম্বর। আরটি/এআরএস/এমএস

Advertisement