ক্যাম্পাস

ছাত্রলীগের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত বাংলা বিভাগ ইউনিটের যুগ্ম-সম্পাদক রাজিব সরকারের ওপর হামলার ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের ৯ নেতাকর্মীর নামসহ ৪-৫ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা হয়েছে।

Advertisement

সোমবার নগরীর জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন-উর-রশিদ।

তিনি জানান, জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার বিষয় হিসেবে রাজিবের ওপর হামলার বিষয় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

মামলার আসামিরা হলেন- আইপিই বিভাগের শিক্ষার্থী মাহবুব শোভন, ইংরেজি বিভাগের মুজাহিদুল ইসলাম রিশাদ, বাংলা বিভাগের কাওসার আহমেদ সোহাগ, লোকপ্রশাসন বিভাগের সুমন মিয়া, সুজন বৈষ্ণব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতেখার আহমদ রানা, সমুদ্র বিজ্ঞান বিভাগের আমিনুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের আবদুল বারী সজীব। এরা সবাই শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারী।

Advertisement

উল্লেখ্য, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা মুশফিকুর রহমান জিয়ার অনুসারী রাজীব সরকারের ওপর হামলা চালান ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারীরা।

এমএএস/জেআইএম