আইন-আদালত

ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগের বৈধতা প্রশ্নে রিট খারিজ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

Advertisement

সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এমদাদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

এর আগে এ কে এম খোরশেদ আলম নামে এক ব্যক্তি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত তা খারিজ করে এ আদেশ দেন।

এফএইচ/এমএসএইচ/পিআর

Advertisement