রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণের অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম মো. শরিফ (৩১)। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের মসজিদজাম কর্ডারহাট এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।
Advertisement
র্যাব-১০ এর দাবি, রোববার দিনগত রাত ৮টার দিকে ৯৪টি সরকার বিরোধী লিফলেট ও দুটি মোবাইল সেটসহ আটক শরিফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য।
র্যাব-১০ অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, যাত্রাবাড়ী ধলপুর এলাকায় হিযবুত তাহরীর সদস্য লিফলেট বিতরণ করছে খবরে একটি দল অভিযানে গিয়ে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, শরিফ হিযবুত তাহরীর মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে জড়িত। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রমনা জনসাধারণের নিকট বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতার সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে অপতৎপরতা চালিয়ে আসছিল সে।
Advertisement
যাত্রাবাড়ী থানায় আটক শরিফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জেইউ/আরএস/পিআর