জাতীয়

উপজেলা নির্বাচন : চতুর্থ ধাপে ১১০ হাকিম নিয়োগ ইসির

দেশজুড়ে পাঁচ ধাপে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে তিন ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ভোট গ্রহণ করা হবে ১১০ উপজেলায়। এই উপলক্ষে ১১০ জন প্রথম শ্রেণির হাকিম (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিয়োগ দিয়েছে ইসি। রোববার (২৪ মার্চ) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হয়।

Advertisement

সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১৯০ নম্বর ধারার ১ উপ-ধারার অধীনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১১০ জন কর্মকর্তাকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হলো।’

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাদের ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুদিন অর্থাৎ ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মোট পাঁচদিনের জন্য নিয়োগ প্রদান করা হলো।

হাকিম হিসেবে নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন-

Advertisement

পিডি/এমএমজেড/পিআর