গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। রোববার ভোরে জেব্রা শাবকটি জন্মগ্রহণ করে। তবে জেব্রা শাবকটি মাদি নাকি পুরুষ তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Advertisement
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, রোববার সকালে জেব্রা বেষ্টনীতে গিয়ে দেখা গেছে একটি জেব্রা শাবক জন্ম নিয়েছে। শাবকটি ভোরে জেব্রা বেষ্টনীতে জন্মগ্রহণ করে। জেব্রা শাবকটি তার মায়ের সঙ্গে সুস্থ আছে।
এ নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৫টি জেব্রা হলো। এর আগেও এ পার্কে আরও ৪টি জেব্রা শাবকের জন্ম হয়। বিভিন্ন সময় আফ্রিকা থেকে জেব্রা সংগ্রহ করে এ পার্কে আনা হয়।
সাফারি পার্ক প্রকল্পের পরিচালক মিহির কুমার দে জানান, শনিবার জেব্রা শাবকটির জন্ম হয়েছে। মা জেব্রা ও তার শাবক ভালো আছে।
Advertisement
শিহাব খান/এফএ/এমকেএইচ