নানা কর্মসূচির মধ্যদিয়ে যশোরের দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ১৭তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকরা জমায়েত হয়ে কালোব্যাচ ধারণ এবং শোক র্যালি করেন। পরে মরহুমের কবরে প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ কর্মরত সাংবাদিকরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।এরপর প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক নেতা সাজ্জাদ গণি খান রিমন, নূর ইসলাম প্রমুখ।বক্তারা চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে আর বিলম্ব না করে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান।পরে সাংবাদিক ইউনিয়ন যশোর স্থানীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি মোস্তফা রুহুল কৃদ্দুসের সভাপতিত্বে আলোচনা অংশ নেন সাংবাদিক ফকির শওকত, আনোয়ার কবীর নান্টু, মহিদুল ইসলাম মন্টু, আহসান কবীর, তৌহিদ জামান, এসএম সোহেল প্রমুখ।উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট দৈনিক রানার অফিসের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন যশোরের দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল। গত ১৭ বছরেও এ হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হয়নি।মিলন রহমান/বিএ
Advertisement