শিক্ষদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা। নতুন কর্মসূচি হিসেবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ এবং প্রতিবাদ র্যালি করবে আন্দোলনকারী শিক্ষকরা।রোববার রাতে গণমাধ্যমে পাঠানো পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সৈয়দ সামসুল আলম বলেন, উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে।প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের লাঞ্ছিত করেছে শাবি ছাত্রলীগ। রোবববার সকাল ৮টায় উপাচার্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলার শিকার হন অধ্যাপক ড. মো. ইউনুছ, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ অন্তত ১০ শিক্ষক।উপাচার্য আমিনুল হকের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন শুরু করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। পরে উপাচার্যের প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি পদ থেকে লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন। ছামির মাহমুদ/বিএ
Advertisement