সরকারবিরোধী নেতাকর্মীদের উদ্দেশ করে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সময় আসছে, সুযোগ আসবে, সংগঠিত থাকুন, অপেক্ষা করুন।
Advertisement
শুধু রাজনৈতিক দলের আন্দোলনে স্বৈরাচারকে উৎখাত করা যায় না। সমাজের রাষ্ট্রের সব জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করতে হয়। সরকারের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন কখনও ব্যর্থ হয় না। আন্দোলন জমা থাকে, আন্দোলন কখনও হারিয়ে যায় না, সব আন্দোলন যখন বিস্ফোরিত হবে সেদিন ভেসে যাবেন।
রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।
Advertisement
জেএসডির সভাপতি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘মনে করছেন এভাবে চির বন্দোবস্তর মাধ্যমে টিকে থাকবেন? এটা অসম্ভব। হিটলার নেই, মুসোলিনি নেই, ফেরাউন নেই, সাদ্দাম হোসেন নেই, আপনারাও থাকবেন না।’
রব বলেন, আগামীকাল যে শিশুটি জন্মগ্রহণ করবে তার মাথায় ৫০ হাজার কোটি টাকা ঋণ। এই হলো উন্নয়ন।
কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি টি এম গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, নিতাই রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।
কেএইচ/এনএফ/পিআর
Advertisement