রাজনীতি

ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই : মান্না

ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Advertisement

রোববার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।

মান্না বলেন, মানুষ যেন কথা বলতে না পারে সেরকম পরিস্থিতি তৈরি করে রেখেছে জুলুমবাজ সরকার। মানুষের মধ্যে এখন এক ধরনের হতাশা।

এ সময় দর্শকসারি থেকে এক বিএনপি কর্মী প্রশ্ন করেন হরতাল দেয়া হয়নি কেন? জবাবে মান্না বলেন এই প্রশ্ন যদি আমি আপনাদের করি?

Advertisement

মান্না বলেন, এ প্রশ্ন যেমন আপনারা স্টেজের লোকদের করতে পারেন তেমনি স্টেজের লোকেরাও আপনাদের করতে পারে। আমি মনে করি এই প্রশ্ন সঙ্গত।

কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি টি এম গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, নিতাই রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।

কেএইচ/এএইচ/পিআর

Advertisement