রিপ্লেসমেন্ট হজযাত্রীদের যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে কম্পিউটার ডাটা আপডেট দেখে নেবার পরামর্শ দেয়া হয়েছে। এক্ষেত্রে ডাটা আপডেট না হলে রিপ্লেসমেন্ট হজযাত্রীদের হজযাত্রা অনিশ্চিত হয়ে যেতে পারে। হজ অফিস থেকে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতি এড়াতে হজযাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।হজ অফিস জানিয়েছে, সংশ্লিষ্ট এজেন্সি তার নিজস্ব ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে রিপ্লেসমেন্ট হজযাত্রীর নাম পরিবর্তনের জন্যে পাঠাতে হবে। পরিচালক, হজ অফিস বরাবর প্রতিষ্ঠানের প্যাডে রিপ্লেসমেন্ট হজযাত্রীর তথ্য অনলাইনে আপডেটের জন্য আবেদন করবেন এবং তা অনুমোদিত হলে আইটি হেল্পডেস্ক ভিসার কাগজসহ জমা দিতে হবে।আইটি হেল্পডেস্ক কর্তৃক প্রয়োজনীয় সংশোধন করার পর এজেন্সি তার পিলগ্রিম লিস্ট থেকে আবেদিত হজযাত্রীর পাশে রি-পাবলিশ লেখা দেখতে পাবেন এবং রি-পাবলিশ করে নিবেন।উপরোক্ত দুটো ধাপ সমাপ্ত হলে এবং কোনো গরমিল না থাকলে পুর্ণাঙ্গভাবে কাজটি সম্পন্ন হতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।আরএম/বিএ
Advertisement