রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে অ্যাপোলো হসপিটাল গ্রুপ। বাংলাদেশ থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে দিনকে দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে শাখা হাসপাতাল খোলার জোর চিন্তা-ভাবনা করছে গ্রুপটি।শুধু চট্টগ্রামেই নয়, কলকাতাতেও আরো একটি শাখা হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও তাদের রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ বলা সম্ভব না হলেও আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ ও কলকাতাতে এ দু`টি হাসপাতাল নির্মিত হবে।অ্যাপোলো হসপিটাল গ্রুপ, ইন্ডিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড সিইও (ইস্টার্ন রিজিওন) ডা. রূপালী বসু, রোববার কলকাতার গণমাধ্যমকে এ তথ্য জানান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, যৌথ অংশীদারিত্ব না-কি অন্য কোনো পদ্ধতিতে হাসপাতালগুলো নির্মিত হবে তা এখনো চুড়ান্ত হয়নি।তবে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। কলকাতার নতুন হাসপাতালটি উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাতে নির্মিত হবে বলে তিনি জানান।এমইউ/বিএ
Advertisement