কী দারুণ সাফল্য। দুজনে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। বিয়ে নিয়েও রয়েছেন আলোচনায়। এবার দুজন এক মঞ্চে হাজির হলেন সেরা নায়ক-নায়িকারা পুরস্কার নিতে।
Advertisement
আলিয়া ভাট সেরা অভিনেত্রী হিসেবে চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিলেন। আর ‘সঞ্জু’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর।
‘রাজি’ সেরা ছবিরও শিরোপা জিতেছে। ছবির পরিচালক মেঘনা গুলজার পেয়েছেন সেরা পরিচালকের সম্মান।
‘রাজি’ ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ। ছবির কেন্দ্রীয় চরিত্র কাশ্মীরের মুসলিম তরুণী সেহমতের ভূমিকায় অভিনয় করেন আলিয়া। যার নিষ্পাপ অনভিজ্ঞ জীবন পালটে দেয় বাবা হিদায়াত খানের সিদ্ধান্ত। বাবার নির্দেশে চরবৃত্তির মতো বিপজ্জনক কাজে নামতে হয় সেহমতকে।
Advertisement
এদিকে সমালোচনা বিভাগে সেরা অভিনেতা হয়েছেন রণভীর সিং। ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন। আর ‘বাঁধাই হো’ ছবির জন্য সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার পেয়েছেন নীনা গুপ্তা।
এলএ/পিআর