জাতীয়

আইসিডিডিআরবির ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

আইসিডিডিআরবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উড়ো চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আনজুম ইসরার (Anjum Israr) নামের ওই কর্মকর্তা মাসখানেক আগে আইসিডিডিআরবিতে কনট্রোলার ফিন্যান্স পদে যোগদান করেছেন। গত সপ্তাহে কে বা কারা তাকে উড়ো চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ছেড়ে না গেলে গুলি করে হত্যা করা হবে। এ ঘটনায় আইসিডিডিআরবির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।আইসিডিডিআরবি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ওই ঊর্ধ্বতনসহ সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আইসিডিডিআরবি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, আইসিডিডিআরবির অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে বনানী থানা পুলিশ আইসিডিডিআরবি পরিদর্শন করে আনজুম ইসরারসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে হুমকির বিষয়ে কথা বলেছেন। কর্মকর্তারা বিষয়টি নিয়ে কর্মীমঙ্গল সংঘের সভাপতি ড.আজহারুল ইসলামকে অবহিত করেছেন।সূত্র আরো জানায়, পাকিস্তানি নাগরিক আনজুম  ইসরসার সম্প্রতি যোগদানের পর দায়িত্ব পালনে অবহেলার অজুহাতে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অসভ্য বলে গালমন্দ ও বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলেছিলেন। পুলিশের ধারণা আইসিডিডিআরবির ভেতর থেকেই এ চিঠি দেয়া হয়েছে।শনিবার আইসিডিডিআরবিতে পুলিশ আসার পরপরই নিরাপত্তার অভাবজনিত কারণে আনজুম ইসরার বাংলাদেশ ত্যাগ করছেন। তাকে পুলিশি প্রহরায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে।গুজবে আরো বলা হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পুলিশ দেশে ফেরত পাঠাচ্ছে। এ ব্যাপারে আইসিডিডিআরবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্যটিকে নিছক গুজব বলে  জানান।এ ঘটনাকে কেন্দ্র করে আইসিডিডিআরবি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রমজান মাসে কর্মীমঙ্গল সংঘের ব্যানারে সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী সিইও ইনগ্রিড রিনাউডের অপসারণসহ নয় দফা দাবি পূরণের আন্দোলনে নেমেছিল।নয় দফা দাবির মধ্যে ছিল আইসিডিডিআরবি’র অর্ডিন্যান্স-১৯৭৮ মোতাবেক বেতন-ভাতা জাতিসংঘ বেতন কাঠামো অনুসারে প্রদান, বাতিলকৃত সুযোগ-সুবিধা পুনর্বহাল, মুখ্য পরিচালন কর্মকর্তার পদ বিলুপ্ত করে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী পরিচালক, উপ-নির্বাহী পরিচালকের মাধ্যমে সকল প্রকার প্রশাসনিক ও ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম পরিচালনা, সকল প্রকার অবৈজ্ঞানিক আন্তর্জাতিক পদ বিলুপ্ত করে সেসব পদে জাতীয় পে-স্কেল অনুসারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘নতুন পদ’ সৃষ্টি, ১৯৭৮ সালের অর্ডিন্যান্স সংশোধন, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, শর্তহীনভাবে ব্র্যাকের সঙ্গে চুক্তি বাতিল করা, ট্রাস্টি বোর্ডের মেম্বার অধ্যাপক ডা. মো. সোহরাব আলীর অবমাননার সুবিচার ও আইসিডিডিআরবি’র ঐতিহ্যবাহী জার্নাল অব হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রেশন (জেএইচপিএন) চালু করা। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে আন্দোলন স্থগিত হয়।আইসিডিডিআরবির কর্মকর্তাকে হত্যার হুমকির ব্যাপারে থানায় কোনো জিডি হয়েছে কি-না জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন খান বলেন, এ ব্যাপারে থানায় কোনো জিডি হয়নি বা আজ তিনি বা কোনো  কর্মকর্তা আইসিডিডিআরবিতে যাননি। তবে আইসিডিডিআরবির একাধিক কর্মকর্তা বনানী থানা পুলিশের আইসিডিডিআরবিতে আগমনের বিষয়টি নিশ্চিত করেন।সার্বিক বিষয়ে জানতে আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খানের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলে তিনি পাল্টা ই-মেইলে আইসিডিডিআরবির প্রাতিষ্ঠানিক বক্তব্য তুলে ধরেন।ই-মেইলে বলা হয়, আইসিডিডিআরবি তাদের সকল স্টাফদের নিরাপত্তাকে সর্বাধিকার দিয়ে থাকে। নির্দিষ্টভাবে নাম উল্লেখ না করলেও তাদের একজন স্টাফকে চিঠিতে হুমকি দেয়া হয়েছে বলে স্বীকার করা হয়। ওই স্টাফের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে ই-মেইলে জানানো হয়।এমইউ/বিএ

Advertisement