নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল। অর্থ সহায়তার পাশাপাশি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Advertisement
গত ১৫ মার্চ (শুক্রবার) ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের বন্দুক হামলায় ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে। এছাড়া আহত হয় আরো অনেকে। হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা ও মুসলিমদের প্রতি সংহতি জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ।
সৌদি যুবরাজ আল-ওয়ালিদ বিন তালাল ক্রাইস্টচার্চের মসজিদে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। মসজিদে নিহতদের জন্য বেহেশত কামনা করেছেন তিনি।
আরও পড়ুন : নারী চালককে মরিয়া হয়ে খুঁজছেন মসজিদে হামলায় বেঁচে যাওয়া মাজদা
Advertisement
এর আগে, শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের মসজিদে হামলার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, নিউজিল্যান্ড হচ্ছে বিশ্বের অন্যতম একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্মুক্ত দেশ। দেশটির সরকারের পাশাপাশি জনগণও তা প্রমাণ করেছে।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানান।
সূত্র : সিয়াসাত।
Advertisement
এসআইএস/পিআর