দেশজুড়ে

খাদ্যে বিষ মিশিয়ে মা ও মেয়েসহ ৩ জনকে হত্যা

সিরাজগঞ্জের ­উল্লাপাড়ায় খাদ্যে বিষ মিশিয়ে মা ও দুই মেয়েসহ তিনজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ভাসুর শহীদুল ইসলাম ও দেবর মানিক হোসেনকে আটক করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঁচলিয়া গ্রামের মৃত রানা সরকারের স্ত্রী আমিনা খাতুন (২৭), তার মেয়ে নুপুর খাতুন (৬) ও ফাতেমা খাতুন (৩)।মৃত আমিনা খাতুনের বাবা আব্দুল মতিন জানান, সন্ধ্যার পরপরই মেয়ে আমিনা খাতুন ও দুই নাতিনী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। খবর পেয়ে মেয়ের বাড়িতে ছুটে যায়। পরে তাদের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, তার মেয়ের জামাই রানা সরকার গত দুই মাস আগে একইভাবে বিষক্রিয়ায় মারা যান। তিনি সন্দেহ প্রকাশ করে জানান, জমি সংক্রান্ত জের ধরে রানা সরকারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে খাদ্যে বিষ মিশিয়ে সকলকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।এ ব্যাপারে সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুই মাস আগে আমিনা খাতুনের স্বামী খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন। মরদেহগুলো বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরো জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তারা তাদের ভাই রানা সরকার, ভাবি ও ভাতিজিদের হত্যার কথা স্বীকার করেছেন।বাদল ভৌমিক/এআরএ/বিএ

Advertisement