দেশজুড়ে

ভোটকেন্দ্রে ভোটার নেই

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। ভোটার না থাকায় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের অলসভাবে সময় কাটাতে দেখা গেছে।

Advertisement

উপজেলার নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার না থাকায় দুই আনসার সদস্য বিদ্যালয়ে শিশুদের জন্য তৈরি দোলনায় দোল খাচ্ছেন।

নেহালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ১৩৮৪ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কেন্দ্রে সাড়ে তিনশ ভোট ক্লাস্ট হয়েছে।

অপর কেন্দ্র বেড়াইদেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার ৩ হাজার ৩৪০ জন। এর মধ্যে বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনশ ভোটার ভোট প্রদান করেছেন।

Advertisement

এছাড়া সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জানান, ১৮শ ১০ জন ভোটারের মধ্যে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ৩২৭ ভোট কাস্ট হয়েছে।

গলদাপাড়া নিয়ামত আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সারোয়ার আলম জানান, মোট ভোটার ১ হাজার ৭৬১ জন। এর মধ্যে চারশ ভোট পড়েছে।

শিহাব খান/এফএ/এমএস

Advertisement