দেশজুড়ে

১৮ সালে কোনো গ্রাম বিদ্যুৎহীন থাকবে না

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ হলে এক সময় আমাদের বিদেশী রিলিফের ওপর নির্ভর করতে হতো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে এখন চাল রফতানি করছে যা এই সরকারের অর্জন। এখন আর বিদেশী রিলিফের ওপর নির্ভর করতে হয় না, বরং আমরা এখন রিলিফ প্রদান করে থাকি। তিনি বলেন, বিগত বিএনপি-জামাত জোট বিদ্যুৎ উৎপাদনের নামে ২০ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আগামী ১৮ সালের মধ্যে বাংলাদেশে কোনো গ্রাম বিদ্যুৎহীন থাকবে না।রোববার বিকেলে সিলেট গোলাপগঞ্জ উপজেলার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা ভিত্তিবিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা। আর সেই লক্ষে সরকার শিক্ষার উন্নয়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। শিক্ষার মনোন্নয়নে শিক্ষকদের বিদেশে ট্রেনিং দিয়ে আনা হচ্ছে ধাপে ধাপে এবং ২০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা প্রদান করা হচ্ছে।ম্যানেজিং কমিটির সভাপতি এ মুনিম চৌধুরীর সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুছ ছামাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব প্রমুখ। ছামির মাহমুদ/এআরএ/এমআরআই

Advertisement