খেলাধুলা

দুই গোলের জয়ে শুরু ইতালির বাছাইপর্ব

ইউরো-২০২০ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। দলের জয়ে গোল দুইটি করেছেন নিকোলো ব্যারেলা এবং মইজ কিন। এ জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে উঠে গিয়েছে রবার্তো মানচিনির দল।

Advertisement

ঘরের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ইতালি। তবে কম যায়নি ফিনল্যান্ডও। শক্তিশালীর ইতালির বিপক্ষে সমানে-সমানেই লড়েছে ফিনল্যান্ড। তবে পায়নি গোলের দেখা।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন ইতালির ২২ বছর বয়সী মিডফিল্ডার ব্যারেলা। মার্কো ফেরাত্তির ফ্রি-কিক ঠিকভাবে বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ফিনল্যান্ডের রক্ষণভাগ।

ডি-বক্সের বাইরে খালি জায়গায় ফিরতি বল পেয়ে যান ব্যারেলা। তার নেয়া ডান পায়ের জোরালো শট একজন খেলোয়াড়ের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। জাতীয় দলের জার্সি গায়ে পঞ্চম ম্যাচে ব্যারেলার প্রথম গোল এটি।

Advertisement

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই গোলের চেষ্টা চালায় বেশ কয়েকবার। কখনো দুর্বল ফিনিশিং, আবার কখনো গোলরক্ষকের দৃঢ়তায় সুরক্ষিত থাকের দুই দলের জাল।

দ্বিতীয়ার্ধে ফিরে প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দ্বিতীয় গোলের জন্য। ম্যাচের ৭৫তম মিনিটে ব্যারেলার মতোই আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলটি করেন মইজ কিন। ইমমোবিলের দুর্দান্ত পাস ধরে নিজের দ্বিতীয় ম্যাচেই গোল পেয়ে যান কিন।

এসএএস/এমএস

Advertisement