নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার বেসরকারি টিভি (গাজী টেলিভিশন) থেকে চাকরিচ্যুত সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিন আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি প্রাথমিকভাবে অনুষ্ঠিত হয়েছে। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শুরু করার পর রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ‘নট দিস উইক’ এই সপ্তাহে নয় বলে আদেশ দেন।
Advertisement
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।মামলার বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
তিনি বলেন, শুনানি শেষে আদালত ‘নট দিস উইক’ আদেশ দিয়েছেন।অর্থাৎ আগামী সপ্তাহে এ আবেদনের ওপর আবার শুনানি হতে পারে।
এর আগে গত মঙ্গলবার জামিন আবেদনের পক্ষে শুনানি হয়।ওই দিন শুনানিতে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পক্ষভূক্ত করার জন্য আসামিপক্ষের আইনজীবীর প্রতি নির্দেশ দেন।সে অনুযায়ী রোববার বাদীপক্ষ পক্ষভূক্ত হওয়ার পর শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।উল্লেখ্য, গত ১২ জুলাই স্ত্রী নির্যাতনের মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সুচনা। মুকুল তার বান্ধবী সিঁথির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সাংবাদিক স্ত্রী দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার তন্বীর ওপর নির্যাতন করেন।এমন অভিযোগ এনে গত ২৫ জুন তন্বী তার মুকুল ও সিঁথির বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন।পরে গত ২৬ জুন রাতে মুকুলকে আটক করে পুলিশ।পরদিন ২৭ জুন আদালতের নির্দেশে তাকে এক দিনের রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।২৮ জুন রিমান্ড শেষে মুকুলকে কারাগারে পাঠিনোর নির্দেশ দেন আদালত।অন্যদিকে, গত ২ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সিঁথি। বিচারক সিঁথিকে তার স্বামী ঢাকা ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার রাজিউল আমিনের জিম্মায় জামিন দিতে চাইলেও রাজিউল সিঁথিকে নিজের ঘরে ফিরিয়ে নিতে অসম্মতি জানান।এ অবস্থায় আদালত সিঁথির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।পরে ৬ জুলাই সিঁথিকে জামিন দিলেও মুকুলের আবেদন নাকচ করা হয়।
Advertisement
এফএইচ/এএইচ/এমআরআই/ এমএএস