খেলাধুলা

মোশাররফ রুবেলের বায়োপসি রিপোর্ট সোমবার

ব্রেইন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। অপারেশনের খানিক পরেই স্বাভাবিকভাবে কথা বলা ও নড়াচড়া করতে পেরেছেন রুবেল।

Advertisement

তবু অপেক্ষা ছিলো বায়োপসি রিপোর্টের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের বিখ্যাত নিউরোলোজিস্ট এলভিন হংয়ের অধীনে হওয়া অস্ত্রোপচার শেষে সবার আগ্রহ ছিলো কখন পাওয়া যাবে বায়োপসি রিপোর্ট, সেদিকে।

কারণ বায়োপসি রিপোর্ট অনুসারেই নিতে হবে রুবেলের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ। আগামীকাল ২৫ মার্চ (সোমবার) বাংলাদেশ সময় রাত ৯টা নাগাদ পাওয়া যাবে তার এ বায়োপসি রিপোর্ট। মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ সুত্রে জাগোনিউজকে নিশ্চিত করেছে এ তথ্য।

রুবেলের স্ত্রী ফারজানা রুপার সঙ্গে কথা বলে সিনিয়র সাংবাদিক এবং মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিকেটপাড়ার পরিচিত মুখ জাহিদ চৌধুরী জানিয়েছেন, জাতীয় দলের এই স্পিনার এখন সুস্থ্য আছেন এবং স্বাভাবিক খাবারও খেতে পারছেন।

Advertisement

এআরবি/এসএএস/এমএস