জাতীয়

ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্কুট এয়ারলাইন্স

যাত্রী সঙ্কটের কারণে আগামী ৩০ এপ্রিল থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট বন্ধ করে দিচ্ছে সিঙ্গাপুরভিত্তিক স্কুট এয়ারলাইন্স। বিষয়টি জানিয়ে স্কুট এয়ারলাইন্সের যাত্রীসহ এর সঙ্গে জড়িত সকলকে পাওনা বুঝিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়েছে।

Advertisement

২০১২ সালের ৯ মার্চ ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট অপারেশন শুরু করে টাইগার এয়ারওয়েজ। আন্তর্জাতিক বাজারে টাইগারের ব্যবসা ভালো না হওয়ায় ২০১৫ সালের মাঝামাঝি তাদের সহযোগী স্কুট এয়ারলাইন্স দিয়ে ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে থেকে স্কুটির সর্বশেষ উড্ডয়ন হবে আগামী ২৯ এপ্রিল।

স্কুট এয়ারলাইন্সের ঢাকাস্থ জেনারেল সেলস এজেন্ট নভোএয়ার। নভোএয়ারের কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, স্কুটির সব বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করা শুরু হয়েছে। আগামী ২৯ এপ্রিল অপারেশনাল কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটবে।

আরএম/এমএসএইচ/এমকেএইচ

Advertisement