খেলাধুলা

ব্যাঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে চেন্নাই, দুই দলের একাদশে যারা

ঘরের মাঠে খেলা। চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টস জিতেছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Advertisement

এর আগে দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ২২ বার। একটি ম্যাচের কোনো ফল হয়নি। চেন্নাই জিতেছে ১৪টি, ব্যাঙ্গালুরুর জয় ৭টিতে।

আর চিদাম্বরম স্টেডিয়ামে সাতবারের মুখোমুখি লড়াইয়ে ছয়টিতেই হেরেছে ব্যাঙ্গালুরু। ধোনির দলের জয় ৬টিতেই।

এই ম্যাচে ব্যাঙ্গালুরু একাদশে নিয়েছে নভদ্বীপ সাইনিকে। গত বছর দলে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি এই পেসার। এবার তার অভিষেক হচ্ছে।

Advertisement

এই ম্যাচে ব্যাঙ্গালুরু ৪ জন বিদেশি খেলাচ্ছে। অপরদিকে চেন্নাই খেলতে নেমেছে একজন কম, অর্থাৎ ৩ জন বিদেশি খেলোয়াড় নিয়ে।

ব্যাঙ্গালুরু একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল, মঈন আলি, সিমরন হেটমায়ার, এবি ডি ভিলিয়ার্স, শিভম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, উমেশ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি।

চেন্নাই একাদশ : আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, শারদুল ঠাকুর, হরভজন সিং, ইমরান তাহির।

এমএমআর/এমকেএইচ

Advertisement