বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে ৩৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট গঠন করেছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় রোববার ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।মামলা দুটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মির্জা আব্বাস আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করায় বিচারক তা নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলা দুটিতে মোট ৮৭ জন আসামি রয়েছেন। মির্জা আব্বাস ছাড়া সবাই রোববার আদালতে হাজির ছিলেন। মামলা দুটিতে রোববার অভিযোগ গঠন করে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।২০১০ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানায় এই দুই মামলা করা হয়েছিল। মামলা দু’টির চার্জ শুনানির সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতে তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে মির্জা আব্বাসসহ বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।এএইচ/আরআইপি
Advertisement