রাজনীতি

গুমের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করলেন খালেদা জিয়া

নিজে গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরাও জানি না কতদিন এভাবে বেঁচে থাকতে পারবো। আমাদেরও মেরে ফেলা হবে না তা আমরা বলতে পারি না। তিনি বলেন, আজকে এই সরকারের কাছে গুমের শিকার পরিবারের স্বজনরা সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।কিন্তু আমি জানি এই অবৈধ সরকার সুষ্ঠু তদন্ত করবে না।সেজন্য আমরা জাতিসংঘের অধীনে সকল গুম খুনের আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিশ্ব গুম দিবস উপলক্ষে বাংলাদেশে গুমের শিকার পরিবারের স্বজনদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশে বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালন হয়।কিন্তু আমি জানতে চাই, কেন এই অবৈধ সরকার আজ আন্তর্জাতিক গুম দিবস পালন করলো না?কারণ তারা এসব গুমের সঙ্গে জড়িত।সরকারের আদেশ নির্দেশ ছাড়া কেউ এটা করতে পারে না। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, কারো কোনো মৌলিক অধিকার নেই। কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার নেই। বিএনপি চেয়ারপারসন বলেন, এই অবৈধ সরকারকেও আমরা সজাগ করতে চাই।যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই।বাংলাদেশে আগে কখনো গুমের ঘটনা ঘটেনি।এটা আওয়ামী লীগের সময় শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে মেধাবী ছেলেরা নেতৃত্ব দিতে না পারে এজন্যই তাদেরকে ধরে ধরে গুম করা হচ্ছে। তিনি বলেন, আজকে খবরের কাগজ খুললেই খুন, গুম ও নারী নির্যাতন।এর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ জড়িত।লীগ ওয়ালারা এসব কাজে ব্যস্ত।আমরা কোন দেশে বাস করছি? খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। তারা বলছে, বিএনপির লোকেরা পেট্রল বোমা মেরেছে, বাসে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে। কিন্তু কারা এসব করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, এসব করেছে সরকারের লোকেরা। আমাদের আন্দােলন বন্ধ করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা পেট্রল বোমা মেরেছে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষকে হত্যা করেছে।

Advertisement

পুলিশতো নিজেরাই এসব স্বীকার করেছে, বলেছে। পুলিশ বলেছে, সরকারের নির্দেশে তারা বিরোধীদলের আন্দােলনকে বানচাল করতে গাড়িতে আগুন দিয়েছে, পেট্রল বোমা মেরেছে। পেট্র্রল বোমাসহ আ.লীগের লোক ধরা খেয়েছে অথচ তাদের বিচার হয়নি।তারা ভালো আছে।বিএনপির লোকজন অপরাধ না করলেও কোনো জিনিস তারা করতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশকে আজকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এই অবৈধ আ.লীগ সরকার। তারা দেশের ইমেজ নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, জোর করে হলেও এই অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে।অাজকে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা সরকারে কাছে তদন্ত দাবি করেছেন।কিন্তু আমি জানি, এই অবৈধ সরকার সুষ্ঠু তদন্ত করবে না।সেজন্য আমরা জাতিসংঘের অধীনে বাংলাদেশের সকল গুমের তদন্ত দাবি করছি। তিনি স্বজনহারাদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনাদেরকে সান্তনা দেয়া ছাড়া কিছুই করার নেই।যদি সুযোগ আসে অবশ্যই এর বিচার একদিন না একদিন হবে। গুমের শিকার স্বজনদের মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শীদেরকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে।জিডি করলেও কোনো পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। তিনি বলেন, প্রতিদিন মনে হয়, যদি এমন খবর আসতো আমার স্বামী ফিরে এসেছে।সন্তান ও শ্বাশুড়িকে কোন উত্তর দিতে পারি না।সুষ্ঠ তদন্তের মাধ্যমে স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি করেন তিনি। বিমান বন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্নার বাবা মো. শামসুদ্দিন বলেন, আমার সামনে থেকে মুন্না ও আরেকটি ছেলে তরিকুল ইসলাম জন্টুকে ধরে নিয়ে গেছে। তখন জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কারা? পুলিশ বলেছিল আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ অাছে। ছেলেকে না পেয়ে যখন মামলা করতে গিয়েছিলাম তখন বলা হলো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয় না।তিনি বলেন, ছেলের ছবি বুকে নিয়ে আছি।কিন্তু, ছেলেকে আর বুকে নিতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তেজগাঁওয়ের নাখালপাড়া যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম বলেন, সুমন ও তার ৬ বন্ধুকে র‌্যাব মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে আমার ভাইয়ের কোনো খবর পাচ্ছি না। প্রশাসনের প্রতিটি দরজায় গিয়েছি।কিন্তু কেউ বলেনি কোথায় আছে আমার ভাই।তিনি বলেন, জানিনা কীভাবে এর সমাধান হবে।ভাই হারানোর এই বেদনা থেকে তাদেরকে বাঁচানোর আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ভাইকে ফিরে পেতে আমরা এখনো হাল ছেড়ে দেইনি। প্রয়োজনে বিশ্ব দরবারে যাবেন বলেও তিনি জানান। মাজেদুল ইসলাম রাসেলের বোন লাবনি আক্তার বলেন, প্রতিদিন মনে করি ভাই ফিরে আসবে এই সংবাদ পাবো। কিন্তু এই সংবাদটা আর আসে না। ছেলে হারানোর বেদনায় বাবা-মা বাকরুদ্ধ হয়ে আছেন।পুলিশের কাছে যখন গিয়েছি তখন নির্বাচনের পর খবর দেয়ার আশ্বাস দিলেও নির্বাচন হয়ে গেলো দুই বছর কিন্তু আমরা অামাদের ভাইয়ের কোনো খবর পাইনি। সেলিম রেজা পিন্টুর বোন রেহানা বানু মুন্নি বলেন, আমার ভাইকে যখন প্রশাসনের লোক নিয়ে যাচ্ছিল তখন বলেছিলাম আমার ভাই রাজনীতি করে, সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না। তখন বুঝতে পারিনি তখনই ভাইকে আমাদের শেষ দেখা হয়ে যাচ্ছে।আমরা আমাদের ভাইকে ফেরত চাই।ভাইকে ফেরত না পেলে আমাদের বাবা-মা মারা যাবে। তিনি বলেন, ভাইয়ের শোকে আমরা পাথরের টুকরো হয়ে আছি।আমাদের ভেতরে কোনো অনুভূতি নেই। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্যরা।এমএম/এমএএস/আরআইপি