বিনোদন

চট্টগ্রাম ইন্ডি উৎসবে চলচ্চিত্র জমাদান চলছে

চট্টগ্রাম ইন্ডি ফিল্ম ফেস্ট-২০১৯'র জন্য শুরু হয়েছে চলচ্চিত্র জমাদান প্রক্রিয়া। গেল বছরের বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে উৎসবের জন্য চলচ্চিত্র জমা নেয়া শুরু হয়েছে।

Advertisement

চলবে স্বাধীনতা দিবস (২৬ মার্চ) পর্যন্ত। এখানে পৃথিবীর সকল দেশের নির্মাতারা চলচ্চিত্র জমা দিতে পারবেন। উৎসব আয়োজক 'দৃশ্যছায়া'র কর্ণধার, নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক ইফতেখার আহমদ সায়মন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসছে এপ্রিলে থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে ‘ইন্ডি ফিল্ম ফেস্ট-২০১৯’ অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্রকার জহির রায়হানের অন্তর্ধান দিবস ৩০ জানুয়ারি উৎসবের জন্য চলচ্চিত্র জমাদানের ফার্স্ট ডেডলাইন। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবস ২৬শে মার্চ যথাক্রমে দ্বিতীয় ও শেষ ডেডলাইন ঘোষণা করা হয়েছে।

Advertisement

সায়মন বলেন, ‘চট্টগ্রামকে মুক্ত চলচ্চিত্রের শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ২০১১ সালে 'দৃশ্যছায়া'র কার্যক্রম শুরু হয়। আমরা ধীরে ধীরে সে লক্ষ্যের দিকে এগিয়ে যাবো। ইতোমধ্যে এখানে প্রচুর তরুণ-তরুণী চলচ্চিত্র চর্চায় আগ্রহী হয়ে উঠেছে।

আমাদের এই চলচ্চিত্র উৎসবটি চট্টগ্রামকে মুক্ত চলচ্চিত্র চর্চার শহর হিসেবে প্রতিষ্ঠিত করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।’

এলএ/জেআইএম

Advertisement