অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সোহাগ সরকার (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আরেক যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সোহাগ উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মো. নান্নু মিয়া সরকারের ছেলে।গত ২৪ দিন ধরে ওই যুবক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তবে লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় সোহাগ মারা গেছেন কি না তা বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েছেন কি না সে বিষয়েও নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেননি সোহাগের স্বজনরা।নিখোঁজ সোহাগের চাচা আমিনুল ইসলাম সরকার জানান, বছর তিনেক আগে সোহাগ লিবিয়ায় পাড়ি জমান। সেখানে আলমোজা শহরের একটি পেট্রল পাম্পে সোহাগ চাকরি করতেন। গত ৫ আগস্ট সোহাগ হঠাৎ বাড়িতে ফোন করে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার কথা জানায়। এর পরের দিন থেকে তার আর কোনো খোঁজ নেই।এদিকে, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সোনারগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে নাজমুল হাসান ও সফি মিয়ার ছেলে আমনিুল ইসলামও নিখোঁজ হয়েছে। তবে শনিবার তাদের পরিবারের লোকজন দাবি করছেন ওই দুই যুবক নৌকাডুবির ঘটনায় মারা গেছেন।তবে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়ার অতিরিক্ত দায়িত্বে থাকা মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, নিখোঁজ দুই যুবকের পরিবারের লোকজন ধারণা করছেন তাঁরা মারা গেছেন। কিন্তু তাদের মৃত্যুর নিশ্চিত কোনো খবর আমার কাছে নেই।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি
Advertisement