খেলাধুলা

রোনালদোর ফেরার ম্যাচে জয় পেলো না পর্তুগাল

গত জুলাইতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উরুগুয়ের কাছে ১-২ গোলে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

Advertisement

প্রায় আট মাস পর ইউরো-২০২০'র বাছাইপর্বে জাতীয় দলে ফিরেছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই পেয়েছেন হোঁচট। ইউক্রেনের বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রোনালদোর পর্তুগালকে।

শুক্রবার রাতে ঘরের মাঠে পর্তুগালের জয়ের পথে বড় বাঁধা হয়ে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক পিয়াতভ। পুরো ম্যাচে ১৮টি শট করেছে পর্তুগাল, যার মধ্যে ৬টি ছিলো লক্ষ্য বরাবর। এর প্রত্যেকটি ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনের গোলরক্ষক।

পুরো ম্যাচজুড়েই রোনালদো, সিলভাদের আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত ছিলো ইউক্রেনের রক্ষণভাগ। কিন্তু কাজের কাজ গোলটি করতে পারেনি পর্তুগাল। যে কারণে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

Advertisement

একই রাতে রোনালদোর মতোই আট মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন লিওনেল মেসিও। তার ভাগ্য জোটেনি সান্ত্বনার ড্র'টাও। ভেনেজুয়েলার কাছে ১-৩ গোলে হেরেই গিয়েছে আর্জেন্টিনা।

এসএএস/এমএস