খেলাধুলা

আবাহনী, প্রাইম ব্যাংক ও রূপগঞ্জের সমানে এসে দাঁড়াবে দোলেশ্বর?

কোচ খালেদ মাহমুদ সুজন আশায় ছিলেন অপরাজিত চ্যাম্পিয়ন হবার। অভিজ্ঞ সুজনের অমন আশা আকাশ-কুসুম কল্পনা ছিলো না। মৌসুমের প্রথম চার ম্যাচের সবকয়টি জেতা একমাত্র দলই ছিলো আবাহনী লিমিটেড।

Advertisement

এছাড়াও আবাহনী দলটিও যে এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দীন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তদের নিয়ে প্রায় জাতীয় দলই বলা চলে আবাহনীকে।

শুক্রবার তাদেরকে প্রথম হারের যন্ত্রণা দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অধিনায়ক এনামুল হক বিজয়ের টানা তৃতীয় সেঞ্চুরি এবং আরিফুল হকের ঝড়ো ফিফটিতে ভর করে আবাহনীকে ১৬ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক।

যার ফলে চলতি লিগে প্রথম পর্বের পঞ্চম রাউন্ড না যেতেই প্রিমিয়ার লিগের আর কেউ অপরাজিত নয়। বিরাজ করছে টানটান উত্তেজনা। কোন ছয় দল খেলবে সুপার লিগ, তা নিয়েও আছে সংশয়। কেননা এরই মধ্যে মিলছে লিগ জমে ওঠার আভাস।

Advertisement

এখনো পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সমান ম্যাচে সমান ৪ জয় রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জেরও। এছাড়া ৪ ম্যাচে ৩ জয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের নামের পাশে।

অধিনায়ক ফরহাদ রেজার অলরাউন্ড নৈপুণ্যে ভাসতে থাকা দোলেশ্বর আজ তাদের পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। এ ম্যাচে জিতলেই আবাহনী, প্রাইম ব্যাংক ও রূপগঞ্জের সমান চার জয় হয়ে যাবে দোলেশ্বরেরও।

এছাড়া ৫ ম্যাচে ৩টিতে জিতেছে আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের জয় ৪ ম্যাচের মধ্যে ২টি। লিগ শুরুর পর নিজেদের প্রথম তিন ম্যাচে হারলেও, পরপর দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছে প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ফলে এবারের লিগটি যে উপহার দেবে দারুণ উত্তেজনাকর মুহূর্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সব ম্যাচের, তা খানিক ঝুঁকি নিয়ে বলে দেয়াই যায়।

Advertisement

এআরবি/এসএএস/এমএস