দেশজুড়ে

‘গবেষণায় হাতে খড়ি’ অনুষ্ঠানে সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন

স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণায় উৎসাহিত করতে ও গবেষণামূলক কোনো কাজকে সফল করার লক্ষে ঠাকুরগাঁওয়ে ‘গবেষণায় হাতে খড়ি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’ ও ঠাকুরগাঁও ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প’ এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Advertisement

গবেষণা সংগঠন চিন্তার চাষ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্ট্রের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল, ইএসডিও এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক এস এম মেসবাহ আর রহমান, হেল্প এর আহ্বায়ক শুভ্র রায় প্রমুখ।

‘গবেষণায় হাতে খড়ি’ শীর্ষক কর্মশালায় ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

রবিউল এহসান রিপন/এমএএস/এমকেএইচ

Advertisement