রাজনীতি

জাসদ নিয়ে বিতর্কের কিছু নেই : ওবায়দুল কাদের

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নিয়ে নতুন করে বিতর্কের কিছু নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আশুলিয়া মহাসড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী বলেন, ১৯৭৫ এর আগে ও পরে জাসদের কি ভূমিকা ছিল তা জেনেই তাদের সঙ্গে জোট বেধেছে আওয়ামী লীগ। আর জাসদ নিয়ে যদি কেউ নতুন করে বিতর্ক তোলে তবে সেটি তাদের ব্যক্তিগত ব্যপার। সেই বিতর্কের সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগ জড়িত নয়। মফস্বলে কিছু কিছু সমস্যা থাকলেও কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন দলে কোন কোন্দন নেই বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি কিছু নেতার বক্তব্য অন্য রকম হচ্ছে। সেটি প্রধানমন্ত্রী নিজেই সমাধান করেছেন। আশা করি নেতাদের মুখ থেকে আর এমন বক্তব্য শোনা যাবে না। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কোন দুর্ভোগ হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে মহাসড়কের অবস্থা ভালো রয়েছে। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে নতুন করে বাইলেন নির্মাণ করা হয়েছে। এছাড়া যেখানেই সমস্যা আছে তা ঈদের আগেই দূর করা সম্ভব হবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। আল-মামুন/এআরএ/এমআরআই

Advertisement