অর্থনীতি

হঠাৎ করেই জেড গ্রুপের শেয়ারের দাপট

শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রে হঠাৎ করেই দাপট দেখিয়েছে জেড গ্রুপের একাধিক কোম্পানি। গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ চারটি স্থানই দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান।

Advertisement

এগুলো হচেছ- মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং এবং প্রোগ্রেসিভ লাইফ। এর মধ্যে সর্বাধিক দাম বেড়েছে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের।

মূল্যে বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ লাখ ৫ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭৮ হাজার টাকা। এদিকে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৪ দশমিক ৫৯ শতাংশ।

মেঘনা কনডেন্সড মিল্কের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল মেঘনা পেট। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৩ দশমিক ২৭ শতাংশ। এর পরেই রয়েছে জেড গ্রুপে আরেক প্রতিষ্ঠান নর্দান জুট। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৩ দশমিক শূন্য ২ শতাংশ।

Advertisement

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা প্রোগ্রেসিভ লাইফের ১২ দশমিক ৭০ শতাংশ, ইষ্টার্ণ লুব্রিকেন্টের ১১ দশমিক ২৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১১ দশমিক ১০ শতাংশ, ফাইন ফুডের ১০ দশমিক ৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ১০ দশমিক ৭৯ শতাংশ, রূপালী লাইফের ৯ দশমিক ৬১ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলের ৯ দশমিক ৫৮ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমএমজেড/এমকেএইচ